Mathematics Olympiad Festival 2016 | Registration open from 6th December for 12
area
গণিত উৎসব ২০১৬ | ৬ ডিসেম্বর থেকে ১২ অঞ্চলে রেজিস্ট্রেশন শুরু
সব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর
রেজিস্ট্রেশন করা হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শিক্ষার্থীদের ২০১৫ সালে অধীত শ্রেণী অনুসারে তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা
ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে
পারবে, তবে রেজিস্ট্রেশন করার
সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের
রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র
যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।
ক্যাটাগরি
ক্যাটাগরি
চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড
অনুষ্ঠিত হবে।
ক. প্রাইমারি, (বাংলা মাধ্যম) – তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ. জুনিয়র, (বাংলা মাধ্যম) – ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. সেকেন্ডারি, (বাংলা মাধ্যম)- নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।
ঘ. হায়ার সেকেন্ডারি, (বাংলা মাধ্যম)- একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।
১২টি অঞ্চলের রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য দেওয়া হলো:ক. প্রাইমারি, (বাংলা মাধ্যম) – তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ. জুনিয়র, (বাংলা মাধ্যম) – ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. সেকেন্ডারি, (বাংলা মাধ্যম)- নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।
ঘ. হায়ার সেকেন্ডারি, (বাংলা মাধ্যম)- একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।
দিনাজপুর অঞ্চল: দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগঁাও
যোগাযোগ: প্রথম আলো দিনাজপুর অফিস, স্টেশন রোড, হোটেল কণিকার নিচতলা, দিনাজপুর।
ফোন: ০১৭২১৭৮৬৩১২ ও ০১৭৭০৮৫৫৫৫৯
রংপুর অঞ্চল: রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট ও নীলফামারী
যোগাযোগ:
প্রথম আলো রংপুর অফিস,
আইনজীবী সমিতি ভবন, কাচারীবাজার, রংপুর।ফোন: ০১৭১৯৩০৩৮২৪ ও ০১৭৩৭৩৪৫৫১৭
বগুড়া অঞ্চল: জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া
যোগাযোগ: প্রথম আলো অফিস, হেলাল ম্যানশন (৩য় তলা), শেরপুর রোড, সূত্রাপুর, বগুডা।
ফোন: ০১৭৪৬৮২৮৯২৮ ও ০১৭৩৭৫৮১৯৫৮
সিরাজগঞ্জ অঞ্চল: সিরাজগঞ্জ
যোগাযোগ: প্রথম আলো সিরাজগঞ্জ অফিস, মেট্রোপ্লাজা (জামান কমপে্লক্সের দক্ষিণ পাশে), ৩য় তলা, এস এস রোড, সিরাজগঞ্জ।
ফোন: ০১৭১৩২০১৫৪১ ও ০১৭২৫১৪২৬৯০।
রাজশাহী অঞ্চল: রাজশাহী, নাটোর, নওগঁা ও চঁাপাইনবাবগঞ্জ
যোগাযোগ: প্রথম আলো রাজশাহী অফিস, ২০৯ কুমারপাডা, বোয়ালিয়া থানার মোড, রাজশাহী।
ফোন: ০১১৯৫২০৯৫২৬ ও ০১৭২২৮৫৬৮৬৭
খুলনা অঞ্চল: খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট ও সাতক্ষীরা
যোগাযোগ: প্রথম আলো অফিস, ৩৩৫ শেরেবাংলা রোড, ময়লাপোতার মোড, খুলনা।
ফোন: ০১৭১৫৯৫১০৩৬ ও ০১৭১৬০২৫৮২৪
কুষ্টিয়া অঞ্চল: ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা ও চুয়াডাঙ্গা
যোগাযোগ: প্রথম আলো অফিস, ফজলুল বারী চেৌধুরী মার্কেট (তৃতীয় তলা), মজমপুর গেট, কুষ্টিয়া।
ফোন: ০১৭১৭৪৪৫৫০৪,০১৭৩৮৬৭৮২১৭
যশোর অঞ্চল: মাগুরা, যশোর ও নড়াইল
যোগাযোগ: প্রথম আলো অফিস, আর এস ভবন, জেল রোড, ঘোপ, যশোর।
ফোন: ০১৫২১৩২৬৫৩৩ ও ০১৮২৩০৬২৮৩৫
ফরিদপুর অঞ্চল: ফরিদপুর ও রাজবাড়ী
যোগাযোগ: প্রথম আলো ফরিদপুর অফিস
নিলটুলী, মুজিব সড়ক, ফরিদপুর।
ফোন: ০১৭৩৪৩১০৬৪৭ ও ০১৭৫৪৪৯৬৯৮৪
সিলেট অঞ্চল: সুনামগঞ্জ ও সিলেট
যোগাযোগ: প্রথম আলো সিলেট অফিস,
মনির ম্যানশন (৩য় তলা) পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, সিলেট।
ফোন: ০১৬৭৪৮৬১৫৬৫ ও ০১৮৩০০৭২৯০৬
মৌলভীবাজার অঞ্চল: হবিগঞ্জ ও মেৌলভীবাজার
যোগাযোগ: প্রথম আলো বন্ধুসভা কার্যালয়, (রাজমহলের বিপরীতে), কোর্ট রোড, চেৌমোহনা, মেৌলভীবাজার।
ফোন: ০১৮১২৪১৫১৪১ ও ০১৭৫৯৭২৩৯৩৬
ব্রাহ্মণবাড়ীয়া অঞ্চল: নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগ: ফ্রেন্ডস কম্পিউটার সিস্টেম অ্যান্ড
অনলাইন (সোনালী ব্যাংক, টিএ রোড শাখাসংলগ্ন), মন্তাজ ম্যানশন, ব্রাহ্মণবাড়িয়া।
ফোন: ০১৭৬১৬৪০৪৬৪ ও ০১৭৭৬৪০২৮০৯।
0 Comments
Thanks for comments