১) ব্যক্ত এর বিপরীত শব্দ — গূঢ়
২) বাংলা কৃৎ প্রত্যয়— মোড়ক।
৩) কোনটি সার্থক বাক্যের গুণ নয়? –আসক্তি।
৪) বীরবল ছদ্ম নাম — প্রমথ চৌধুরী।
৫) মুখরা রমনী বশীকরণ — অনুবাদ নাটক।
৬) চন্দ্ররা — রবীন্দ্রনাথ ঠাকুর।
৭) পূর্বাশা এর সম্পাদক — সঞ্জয় ভট্টাচার্য।
৮) কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক — রামরাম বসু।
৯) মেঘনাদ বধ কাব্য — ১৮৬১ সালে।
১০) Null and void এর পরিভাষা —বাতিল।
১১) কোন বানান শুদ্ধ? – এর সঠিক উত্তর নেই।।
১২) গিন্নি – অর্ধ তৎসম।
১৩) শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় —
শ্রুৎ + ধা + অ+ আ।
১৪) পুষ্পসৌরভ – তৎপুরুষ।
১৫) সূর্য শব্দের সমার্থক – অর্ক।
১৬) হ্ম = হ+ম।
১৭) সদ্যোজাত — সদ্যঃ+ জাত।
১৮) শ্রীকৃষ্ণকীর্তন — নাট গীতি।
১৯) সন্ধ্যাভাষা — চর্যাপদ।
২০) চন্দ্রাবতী — কাব্য।
২১) বিদ্যাপতি — মিথিলা।
২২) বিদ্যাসাগরের আত্নজীবনী —আত্মচরিত।
২৩) মতিচূর — প্রবন্ধ।
২৪) জসীম উদ্দিনের রচনা — ঠাকুরবাড়ির আঙিনা।
২৫) কোন বানানটি শুদ্ধ — ত্রিভুজ।
২৬) কোনটি অপপ্রয়োগ — একত্রিত।
২৭) বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধবনি — ৭ টি।
২৮) বাবা — তুর্কি শব্দ।
২৯) আমার ঘরের চাবি —- লালন শাহ।
৩০) অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা— প্রলয়োল্লাস।
৩১) নীলদর্পন নাটক —- ঢাকা থেকে প্রকাশিত।
৩২) রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ —
শেষলেখা।
৩৩) নদী ও নারী উপন্যাসের রচয়িতা
—- হুমায়ুন কবির।
0 Comments
Thanks for comments