সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর মনে রাখার বিশেষ কৌশল [ দ্বিতীয় খন্ড ]
টেকনিক ৩১
>>>>>>>>>>
রবিঠাকুরের ১২ টি উপন্যাস -
'' # করুণা '' করে আমাকে
'' # বউ ঠাকুরানীর হাটে '' পৌঁছে দিও, সেখানে হয়ত
'' # রাজর্ষি '' কে খুঁজে পাব, আগামী মাসে তার সাথে আমার
বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত
'' # নৌকাডুবি ''র ফলে তার সাথে আমার সমস্ত
'' # যোগাযোগ '' বন্ধ হয়ে যায়,আমি এখন তার
'' # চোখের বালি'', আমার
'' # দুইবোন '' আর ভাই
'' # গোরা ''কে অনেক খুঁজেছি - পাইনি,অবশেষে জীবনের
'' # চার অধ্যায়'' পেরিয়ে
'' #চতুরঙ্গে ''র কষাঘাতে ''
# মালঞ্চে ''বসে লিখছি
'' # শেষের কবিতা"
>>>>>>>>>
টেকনিক ৩২
>>>>>>>>>
জন্ম ------মৃত্যু
¤ রবীন্দ্রনাথ= ১৮৬১-১৯৪১
¤ নজরুল= ১৮৯৯-১৯৭৬
¤ জীবনানন্দ= ১৮৯৯-১৯৫৪
¤ শরৎচন্দ্র= ১৮৭৬-১৯৩৮
¤ মানিক= ১৯০৮-১৯৫৬
¤ ওয়ালীউল্লাহ= ১৯২২-১৯৭১
¤ আখতারুজ্জামান=১৯৪৩-১৯৯৭
¤ শওকত= ১৯১৭-১৯৯৮
¤ ঈশ্বরচন্দ্র= ১৮২০-১৮৯১
¤ মাইকেল= ১৮২৪-১৮৭৩
¤ বঙ্কিমচন্দ্র= ১৮৩৮-১৮৯৪
¤ জসীমউদ্দীন= ১৯০৩-১৯৭৬
¤ শহীদুল্লাহ= ১৮৮৫-১৯৬৯
¤ হুমায়ূন= ১৯৪৮-২০১২
¤ রোকেয়া= ১৮৮০-১৯৩২
¤ শামসুর= ১৯২৯-২০০৬
¤ তারাশঙ্কর=১৮৯৮-১৯৭১
>>>>>>>>>>>
টেকনিক ৩৩
>>>>>>>>>>
১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এবং কি ভাবে আছে।
এই টা মনে রাখার একটা কোড আছে যা হচ্ছেঃ ৪৪২২৩ ২২৩২১
এখানে ১-১০ এর মাঝে আছে= ৪ টি সংখ্যা গুলোঃ ২, ৩, ৫, ৭,
১০-২০ এর মাঝে আছে= ৪ টি সংখ্যা গুলোঃ ১১, ১৩, ১৭, ১৯
২০-৩০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ২৩, ২৯,
৩০-৪০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৩১, ৩৭
৪০-৫০ এর মাঝে আছে= ৩ টি সংখ্যা গুলোঃ ৪১, ৪৩, ৪৭
২য় অংশঃ ৫০-৬০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলো ঃ ৫৩, ৫৯
৬০-৭০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৬১, ৬৭
৭০-৮০ এর মাঝে আছে= ৩ টি সংখ্যা গুলোঃ ৭১, ৭৩, ৭৯
৮০-৯০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৮৩, ৮৯
৯০-১০০ এর মাঝে আছে= ১ টি সংখ্যা গুলোঃ ৯৭
এই টা তো গেলো ১থেকে ১০০ পর্যন্ত তার থেকে বড় হলে কি করবেন ১২৩৭৮৩ এই সংখ্যা হলে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি সংখ্যা গুলো যোগ করবেন যেমন ১+২+৩+৭+৮+৩=২৪ এখন এই টা কে ভাগ করেন যদি নিঃশেষে ভাগ হয় তা হলে এইটা মৌলিক সংখ্যা না।
+++++++++
টেকনিক ৩৪
>>>>>>>>>
জাতিসংঘের বিভিন্ন সংস্থা মনে রাখার টেকনিক
# টেকনিক :- জাতিসংঘের যে সকল সংস্থার প্রথমে W ও শেষে O আছে, ওই গুলোর সদর দপ্তর ‘জেনেভা’।
যেমন:::::—
* WTO => জেনেভা ।
* WHO => জেনেভা ।
* WMO => জেনেভা ।
* WIPO => জেনেভা ।
.
Extra::::::::
* ILO=> জেনেভা।
* FAO=> রোম।
* IMCO=> লন্ডন।
* IMO=> লন্ডন।
* ICAO=> মন্ট্রিল।
* UNESCO=> প্যারিস।
* NATO=> ব্রাসেলস।
* UNIDO=> ভিয়েনা।
.
** অর্থ ও টাকা সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর ‘ওয়াশিংটন ডিসি’।
** খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ‘রোম’। (WFP, FAO )
>>>>>>>>
টেকনিক ৩৫
^^^^^^^^^^^^
জসীম উদ্দীনের কাব্য, নাটক এবং উপন্যাস সহজে মনে রাখার উপায়**
নাটকঃ
পদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে
পদ্মাপাড়
বেদের মেয়ে
মধুমালা
পল্লীবধূ
গ্রামের মেয়ে
উপন্যাস:
বোবা কাহিনী
কাব্যঃ
হলুদ বরনীর দেশে হাসু ,ডালিম কুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়েরমাঝির জন্য কাঁদতে লাগল
হলুদ বরনী, জলে লেখন
হাসু, নকশী কাথার মাঠ
ডালিম কুমার, কাফনের মিছিল
সখিনা, সোজন বাদিয়ার ঘাঁট
সূচয়নী, রাখালীর মা
ভয়াবহ সেই দিনগুলোতে, রঙ্গিলা নায়ের মাঝি
এক পয়সার বাশি, মা যে জননী কাদে
ধানক্ষেত
বালুচর
মাটির কান্না
>>>>>>>>>
টেকনিক৩৬
>>>>>>>>>
মুনীর চৌধুরীর- অনুবাদকৃত নাটক ও স্বরচিত নাটক মনে রাখার সহজ উপায়**
মুখরা রমনীর শয়নকক্ষে রুপার কৌটায় রাখা দন্ডকারন্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারেনা।
অনুবাদ নাটকঃ
মুখরা রমনী বশীকরন
রুপার কৌটা
কেউ কিছু বলতে পারেনা
নাটকঃ
রক্তাক্ত প্রান্তর
চিঠি
দন্ডকারন্য
কবর
>>>>>>>
টেকনিক৩৭
>>>>>>>>>
**ফররুখআহমদ-এর রচনা সহজে মনে রাখার উপায়**
কাব্যঃ
সাত সাগরের মাঝি সিরাজুম মুনীরা মুহূর্তের মধ্যেই নৌফেল ও হাতেম তাই এর জন্য পাখির বাসা বানাল
সাত সাগরের মাঝি
সিরাজুম মুনীরা
মুহূর্তের কবিতা
হাতেম তাই
নৌফেল ও হাতেম
পাখির বাসা
দরিয়া, শেষ রাত্রি, লাশ – সাত সাগরের মাঝি কাব্যের অন্তর্গত
>>>>>>>>>>>
টেকনিক৩৮
>>>>>>>>>>
**নবীন চন্দ্র সেন এর রচনা সহজে মনে রাখার উপায়**
পলাশীর যুদ্ধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের দুই সৈনিক রৈবতক আর প্রভাস যুদ্ধ না করে অবকাশ রঞ্জিনী পালন করছিল
পলাশীর যুদ্ধ – গাঁথাকাব্য
কুরুক্ষেত্র, রৈবতক, প্রভাস – ত্রয়ী মহাকাব্য
অবকাশ রঞ্জিনী- কাব্য
>>>>>>>>>>>
টেকনিক৩৯
>>>>>>>>>
**ইসমাইল হোসেন সিরাজীর রচনা মনে রাখার সহজ উপায়**
উপন্যাস,কাব্য ও মহাকাব্য
রানুর ফিতা
উপন্যাসঃ
রা – রায় নন্দিনী
নুর-নুরউদ্দিন
ফি- ফিরোজা বেগম
তা – তারাবাঈ
কাব্য ও মহাকাব্য
নব-উদ্দীপনা উচ্ছাসে অনল প্রবাহে তুরস্কে ভ্রমন করে স্পেন বিজয় করল
কাব্যঃ
নবউদ্দীপনা
উচ্ছ্বাস
অনল প্রবাহ
ভ্রমণ কাহিনীঃ তুরস্ক ভ্রমন
মহাকাব্যঃ স্পেন বিজয়
>>>>>>>>>
টেকনিক ৪০
>>>>>>>>>
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প ও উপন্যাস সহজে মনে রাখার উপায়**
গল্প
বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ আর এক মেয়ে সতী, মন্দিরের জমি নিয়ে মামলার ফলে তারা আজ কপর্দকশূন্য
গল্পঃ ছবি ,বিলাসী ,পরেশ , সতী , মহেশ ,মন্দির ,মামলার ফল , বিন্দুর ছেলে , মেজদিদি
উপন্যাসঃ
অরক্ষনীয় গৃহের ছবি দেখে কাশীনাথ শ্রীকান্তকে বললেন “চরিত্রহীন দেবদাস পশুর সমান”
চ– চরিত্রহীন
দেব- দেবদাস, দেনাপাওনা
দাস – বিপ্রদাশ
প-পরিনীতা
শু-পন্ডিত মশাই
র- পথের দাবী
স- পল্লী সমাজ
মা- রামের সুমতি
ন –চন্দ্রনাথ
>>>>>>>>>>
টেকনিক ৪১
>>>>>>>>>
দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক মনে রাখার সহজ উপায়**
নাটকঃ ক –সি সাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের আনন্দের পতন ঘটে
ক – কল্কি অবতার
সি –সিংহল বিজয়
সাবনুর- বঙ্গনারী
সা- সাজাহান
নূর-নূরজাহান
প্রায় – প্রায়চিত্ত
জন্ম – পূনর্জন্ম
প্রতাপ -প্রতাপ সিংহ
চন্দ্র –চন্দ্রগুপ্ত
দাস –দূর্গাদাস
আনন্দ – আনন্দ বিদায়
>>>>>>>>>>
টেকনিক ৪২
>>>>>>>>>
দীনবন্ধু মিত্র রচিত নাটক ও প্রহসন সহজে মনে রাখার উপায়
নাটক ও প্রহসনঃ নবীন জামাই
কমল সধবার একাদশীতে
লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে একবুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।
প্রহসনঃ বিয়ে পাগলা বুড়ো ,
সধবার একাদশী
নাটক –জামাই বারিক
লীলাবতী
নবীন তপস্বিনী
কমলে কাহিনী
নীল দর্পণ
নীল দর্পণ – ঢাকা থেকে প্রকাশিত ১মগ্রন্থ ।
মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটিকে ইংরেজীতে অনুবাদ করেন ১৮৬১সালে। নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন
>>>>>>>>>>
টেকনিক ৪৩
>>>>>>>>>
গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক ও
পৌরনিক নাটক
সহজে মনে রাখার উপায়***
ঐতিহাসিক ও পৌরণিক নাটক
ছত্রপতি শিবাজীর মী-সি-লে রাবন
পান্ডবকে বধ করে অ -
জানা বনবাসে সীতাকে হরণ করলেন
ছত্রপতি শিবাজী
মী – মীরজাফর
সি –সিরাজদ্দৌলা
লে- লক্ষণবধ
-রাবনবধ
-পান্ডব গৌরব
-অভিমন্যু বধ ও সীতা হরণ – পৌরণিক
-জনা
*******
টেকনিক ৪৪
---------------------------
৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন
সেক্টরে যুদ্ধ
করেছেন- আপনি কি জানেন?????
জানা না থাকলে টেকনিক দেখুন----
#
ছন্দ :- আজ
হাজারো মোম এর নূর
জ্বলে ।
# সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮
(বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭
হাজার
এর সাথে মিল রেখে উপরের
সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১
কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
আজ= আব্দুর রউফ (১)
হা= হামিদুর রহমান(৪),
জা= জাহাঙ্গীর(৭),
রো= রুহুল আমিন(১০), মো=
মোস্তফা কামাল(২),
ম= মতিউর রহমান(০-কোন
সেক্টরে যুদ্ধ
করেননি),
নূ= নূর মোহাম্মদ(৮)
************
1 Comments
It is a lettter of intent which describes you, your goals and intentions that the admission committee will evaluate. It describes your passion, clarity of thoughts, dedication, inspiration, and most importantly, uniqueness. A study abroad SoP sample format is described in the form of questions to be answered.
ReplyDeleteIn my studies and career so far, I have shown the necessary determination, hard work and initiative that have helped me to succeed. I would bring these skills and my experience to this course and demonstrate my passion to learn and understand more about this subject to help myself and others in the future.
Extravagant writing or informal words
Your statement of purpose should be written in a formal, grammatically accurate way, so avoid slang words and phrases at all costs! But it's equally important to avoid being too fancy.
Thanks for comments