২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও প্রাপ্যতার ভিত্তিতে সময় এই পোস্টে তুলে ধরা হচ্ছে। এখানে সংশ্লিষ্ট ইউনিভার্সিটিগুলোর ওয়েব ঠিকানার লিংকও দেয়া হচ্ছে, যাতে অফিসিয়াল সোর্স থেকেই সকল তথ্য সংগ্রহ করা সবার পক্ষে সম্ভব হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত এই পোস্টটি সময়ের সাথে নতুন তথ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গে আপডেট করার প্রত্যাশা রইল। শুভকামনা জানবেন। চলুন জেনে নেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচী।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি সকালে হয় ওই দিন বিকালে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিকালে হলে একই দিন সকালে জগন্নাথের পরীক্ষা নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯ – ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুরা ৫ অগাস্ট বিকাল ৪টা থেকে ২৯ অগাস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) গ ইউনিট দিয়ে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর (শনিবার) চ-ইউনিটের অংকন দিয়ে শেষ হবে।
১৪ সেপ্টেম্বর (শনিবার) চ-ইউনিটের সাধারণ জ্ঞান, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) ক-ইউনিট, ২১ সেপ্টেম্বর (শনিবার) খ-ইউনিট ও ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
এবার ৭৫ নম্বরের এমসিকিউ ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় ধরা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য শিগগির জানিয়ে দেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯ – ২০২০
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক / স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।
শুধুমাত্র ২০১৯ সালের এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।
অনলাইনে প্রাথমিক আবেদন : ০৩-০৯-২০১৯ (দুপুর ১২টা ) থেকে ১২-০৯-২০১৯ তারিখ (রাত ১২টা) পর্যন্ত।
প্রাথমিক আবেদন ফি ৫৫/- টাকা।
অনলাইনে চূড়ান্ত আবেদন : ১৭-০৯-২০১৯ থেকে ৩০-০৯-২০১৯ তারিখ পর্যন্ত। চূড়ান্ত আবেদন ফি (১০% সার্ভিস চার্জসহ) ১৯৮০/- টাকা ( প্রতিটি ইউনিটে)
৩টি ইউনিটে (A, B ও C) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র B ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র C ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয়
লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে।
১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ ৬০ নম্বর এবং লিখিত পরীক্ষা ৪০ নম্বর।
বিস্তারিত তথ্য পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯ – ২০২০
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হবে। এবার ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে। খুলনা বিশ্ববিদ্যালের ওয়েবসাইট https://ku.ac.bd/ ভিজিট করেও আপডেট জানতে পারেন।
কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯ – ২০২০
দেশের কৃষি বিশ্ববিদ্যালয় গুলোতে এবার সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ৫টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট আরও দুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। ১৮ জুলাই ঢাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষার তারিখ আগামী ২৯ জুলাই চূড়ান্ত করা হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর)
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আশা করি শীঘ্রই নিম্নোক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রাপ্ত তারিখ এই পোস্টে আপডেট করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়:
বরিশাল বিশ্ববিদ্যালয়:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:
জাতীয় বিশ্ববিদ্যালয:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়:
প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট):
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও:
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০১৯ – ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯ – ২০২০ সেশনে ভর্তির নোটিশ এখনো প্রকাশিত হয়নি। আশা করি শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই পোস্টে আপডেট করা হবে। ধন্যবাদ।
0 Comments
Thanks for comments