আমরা অনেকেই ফেসবুকের মাধ্যমে সেল করে থাকি, কিন্তু আমাদের প্রোডাক্ট গুলি কি প্রপার সোকেস করতে পারছি?
আজ আমি লিখবো কিভাবে ফেসবুক শপ তৈরি করে সেখানে প্রোডাক্ট লিস্ট করতে হবে। তবে সবসময়ের মতই ফেসবুক শপ করার পরে ও রয়ে যাচ্ছে আমাদের পুরুনো সমস্যা পেমেন্ট মেথড। ফেসবুক একসেপ্ট করে শুধু মাত্র ২টি পেমেন্ট মেথড – পেপাল এবং স্টিপ। এই ২টি মেথডই আমাদের দেশ থেকে এক্সেস পাওয়ার মত না। তাই আমরা আপাতত ক্যাশ অন ডেলিভারিই ইউজ করতে পারি।
এই আপশনটি চুজ করার পরে শপ (Shop) নামের একটি ট্যাব অটোমেটিকেলি পেইজের লেফট ব্যারে চলে আসবে।
২। লেফট বারের শপ (Shop) অপশনটিতে ক্লিক করে শপ সেটআপ করতে হবে। শপ সেটআপ করার জন্যে ২টি আপশন দেখাবে, Message to Buy এবং Check Out on Another Website। আমরা যদি ওয়েবসাইট থেকে সেল করতে চাই তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিব, নইলে Message to Buy অপশন সিলেক্ট করবো। তারপর Continue.
পরের অপশনটিতে আমরা সিলেক্ট করতে পারবো আমাদের কারেন্সি (currency), সেখান থেকে সেলেক্ট করে নিব বাংলাদেশী টাকা (Bangladeshi Taka)।
আজ আমি লিখবো কিভাবে ফেসবুক শপ তৈরি করে সেখানে প্রোডাক্ট লিস্ট করতে হবে। তবে সবসময়ের মতই ফেসবুক শপ করার পরে ও রয়ে যাচ্ছে আমাদের পুরুনো সমস্যা পেমেন্ট মেথড। ফেসবুক একসেপ্ট করে শুধু মাত্র ২টি পেমেন্ট মেথড – পেপাল এবং স্টিপ। এই ২টি মেথডই আমাদের দেশ থেকে এক্সেস পাওয়ার মত না। তাই আমরা আপাতত ক্যাশ অন ডেলিভারিই ইউজ করতে পারি।
এখন দেখি কিভাবে ফেসবুক পেইজে কিভাবে শপ তৈরি করবো আর প্রোডাক্ট লিস্ট করবো।
১। প্রথমেই সেটিংস (Settings) থেকে যেতে হবে এডিট পেইজে (Edit Page)। এডিট পেইজ (Edit Page) থেকে টেম্পলেট (Templates) অপশনটি ওপেন করবো। টেম্পলেট (Templates) থেকে চুজ করতে হবে শপিং (Shopping) অপশনটি।
এই আপশনটি চুজ করার পরে শপ (Shop) নামের একটি ট্যাব অটোমেটিকেলি পেইজের লেফট ব্যারে চলে আসবে।
২। লেফট বারের শপ (Shop) অপশনটিতে ক্লিক করে শপ সেটআপ করতে হবে। শপ সেটআপ করার জন্যে ২টি আপশন দেখাবে, Message to Buy এবং Check Out on Another Website। আমরা যদি ওয়েবসাইট থেকে সেল করতে চাই তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিব, নইলে Message to Buy অপশন সিলেক্ট করবো। তারপর Continue.
পরের অপশনটিতে আমরা সিলেক্ট করতে পারবো আমাদের কারেন্সি (currency), সেখান থেকে সেলেক্ট করে নিব বাংলাদেশী টাকা (Bangladeshi Taka)।
তারপর সেইভ করার পর আমাদের শপ সেটআপ হয়ে যাবে।
৩। শপ সেটআপ হয়ে যাওয়ার পর শপের ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তারপর প্রথমেই ক্লিক করবো অ্যাড প্রোডাক্টে (Add Product) । আমরা যে পপআপ পেইজটি দেখতে পাবো তার মধ্যে নির্দিষ্ট প্রডাক্টের ছবি (Add Photos) , ভিডিও (Add Videos), নাম (Name), প্রাইস (Price) এবং ডেসক্রিপশন (Description) অ্যাড করতে পারবো। তারপর প্রোডাক্ট সেইভ করবো।
৪। লিস্ট করা প্রোডাক্টকে আমরা চাইলে অফারে অথবা সেল প্রাইজেও বিক্রি করতে পারি এখান থেকে (Use: This product is on sale) । এছাড়াও লিস্ট করা প্রোডাক্টকে ফিচার প্রোডাক্ট (Use: Feature this product) হিসেবে ব্যাবহার করতে পারি, এবং সেখান থেকে অপশন (Use: Share this product on your page) ইউজ করে শেয়ার করতে পারি পেইজে।
৫। লিস্ট করার পর যেমন দেখাবে প্রোডাক্টটি। (Product Preview)
এভাবে শপ তৈরি করে প্রোডাক্ট লিস্ট করলে কাস্টমারের জন্যে কেনাকাটা সুবিধার এবং ঝামেলা মুক্ত হয়। এছাড়া সরাসরি প্রোডাক্ট পেইজ থেকে কাস্টমার ১টি ক্লিকে আপনাকে প্রোডাক্ট ক্রয়ের জন্যে ম্যাসেজ দিতে পারবে।
0 Comments
Thanks for comments