বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ১০০ টি প্রশ্ন বিসিএস প্রিলি + লিখিত + ভাইভা
১. ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় কতো সালে কোন তারিখে ?
উত্তর- ১৫ ডিসেম্বর ১৯৭৩
২. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জেলার নাম নড়াইল। তার সমাধি কোথায় ?
উত্তর- ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে
৩. কোন তারিখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রাম থেকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে দাফন করা হয় ?
উত্তর- ১০ ডিসেম্বর ২০০৭
৫. মহান মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন নৌবাহিনীর সদস্য ছিলেন ? তাদের নাম লিখুন।
উত্তর- ২ জন, বীরশ্রেষ্ঠ রহুল আমিন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ
৬.‘‘ব্লু- বার্ড ’’কি ?
উত্তর-মতিউর রহমান যে বিমানটি ছিনতাই করে আনতে চেষ্টা করেছিলেন তার নাম
৭. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর জন্ম কোন জেলায় ?
উত্তর- ফরিদপুর জেলায়
৮. ‘‘পলাশ” কি ?
উত্তর- ইঞ্জিনরুম আর্টিফিশার যে জাহাজে যুদ্ধ করেছিল তার নাম
৯. বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের বাড়ি কোন জেলায়?
উত্তর- ভোলা জেলায়
১০. বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর চাপাই নবাবগঞ্জের যুদ্ধে ১৪ ডিসেম্বর ’৭১ শহীদ হন। চাপাই নবাবগঞ্জ ,কতো নং সেক্টরের অধীনে ছিল ?
উত্তর- ৭ নং সেক্টর
১১. সিপাহী মোস্তফা কামাল ১৯৬৮ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তিনি কত নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেয় ?
উত্তর- চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
১২. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে গ্রামের নামকরণ করা হয়েছে‘‘মতিনগর” এই গ্রামের পূর্বের নাম কি ?
উত্তর- রামনগর
১৩. আখাউড়ার উত্তরে দরুইন গ্রামে কোন শহীদের সমাধি রয়েছে ?
উত্তর- বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল
১৪. সাত বীরশ্রেশ্ঠের মধ্যে কয়জন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন ?
উত্তর- ২ জন,বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোস্তফা কামাল
১৫. ‘‘তিন জন মরার চেয়ে দুই জনের বাঁচা ভালো” - উক্তিটি কোন বীরশ্রেষ্ঠের?
উত্তর- বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
১৬. মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তিনি কোন তারিখে শহীদ হন ?
উত্তর- ৮ এপ্রিল ১৯৭১
১৭. কোন বীরশ্রেষ্ঠ পাকিস্তানের ১৭৩ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ?
উত্তর- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
১৮. ধলই বিওপির যুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ ?
উত্তর- বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান
১৯. বীরশ্রেষ্ঠদের পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কতো টাকা ভাতা প্রদান করা হয় ?
উত্তর- ২৫০০ টাকা
২০. এ পর্যন্ত কয়জন বীরশ্রেষ্ঠের সমাধি শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে আছে। তাদের নাম লিখুন ?
উত্তর- ২ জন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
২১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে আনা হয় কবে এবং কোথা থেকে?
উত্তর- ৬ নভেম্বর’০৭ ভারতের আমবাসা থেকে
২২. ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয় ?
- ২১ নভেম্বর ১৯৭১
২৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কি?
-মাদার মারিও ভেরেনজি
২৪.মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিম্যান্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ?
-ইস্ট বেঙ্গল রেজিম্যান্ট
২৫. বাংলাদেশে একবার মামলা হলে যে উকিল তা পরিচালনা করেন তিনি মারা যাওয়ার সময় জামাইকে মামলা হস্তান্তর করেন ।” উক্তিটি কার ?
উত্তর- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৬. একজন বীরশ্রেষ্ঠের জীবন ও আত্মত্যাগের কাহিনী নিয়ে ‘‘অস্তিত্বে আমার দেশ” নামে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। বীরশ্রেষ্ঠর নাম কি ?
উত্তর- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
২৭. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম কোন জেলায় ?
-ঝিনাইদহ
২৮. হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন ?
-৪ নং সেক্টরে
২৯. ২৬ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সালে ?
- ১৯৮০ সালে
৩০. বাংলাদেশের পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার ?
-জাপানের
৩১. মুজিব নগর স্মৃতি সৌধের স্থপতি কে ?
- তানভীর কবীর
৩২. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?
- কামরুল হাসান
৩৩. বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন ?
-১১ নং সেক্টরে
৩৪. ‘‘যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ
মুজিবুর রহমান” উক্তিটি কার লেখা কবিতার অংশ ?
-অন্নদাশঙ্কর রায়
৩৫. ১৯৭১ সালে জর্জ হ্যারিসনের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এ ভারতীয়
কোন ব্যক্তি মূল ভূমিকা রেখেছেন ?
-রবি শংকর
৩৬. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় ৬৮+১ জনকে ‘‘বীর উত্তম” উপাধি দেওয়া হয়। জিয়াউর রহমানের ক্রমিক নং কত ?
-৩ নং
৩৭. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি আঞ্চলিক সেক্টরে ভাগ করা হয় ?
-১০টি
৩৮. ১৮৭০ সালে ‘‘বঙ্গবন্ধু” নামে একটি মাসিক পত্রিকা বের করা হয়। এর সম্পাদক কে ছিলেন ?
-বঙ্গচন্দ্র রায়
৩৯.মহান মুক্তিযুদ্ধে ভারতের কত জন সৈন্য নিহত হয়েছেন ?
-১৮০০০ জন
৪০.বৃটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন সালে ?
-৪ ফেব্র“য়ারি ১৯৭২
৪১.জিয়উর রহমান কত নং সেক্টরের প্রধান ছিলেন ?
-১ নং
৪২. বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবী কি ছিল ?
-ক্যাপ্টেন
৪৩.বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম স্থান কোথায় ?
-নরসিংদী
৪৪.স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কখন ?
-২ মার্চ’১৯৭১
৪৫.মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ?
-সেগুনবাগিচা
৪৬.স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায় ?
-ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে
৪৭.বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কবর কোথায় ?
-চাপাই নবাবগঞ্জে
৪৮.বীরশ্রেষ্ঠ হামিদুরের পদবী কি ছিল ?
-সিপাহি
৪৯.মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ?
-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
৫০.মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কত জন কে বীর উত্তম খেতাবে দেওয়া হয় ?
-৬৮ জন+১জন
৫১.মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য কত জনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়?
-১৭৫ জন
৫২.মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কত জনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয় ?
-৪২৬ জন
৫৩.মুক্তিযুদ্ধের কয় নং সেক্টরে কোন কমান্ডার ছিল না ?
-১০ নং
৫৪.মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় ?
-২০০১ সালে
৫৫.‘স্টপ জেনোসাইট’ চলচ্চিত্রের নির্মাতা কে ?
-জহির রায়হান
৫৬.মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র মহিলা সাংবাদিকের নাম কি ?
-রোকেয়া গফুর
৫৭.ঢাকা সিটি কর্পোরেশন মুক্তিযুদ্ধাদের নামে কয়টি সড়কের নাম করন করে ?
-৫ টি
৫৮.শেখ মুজিবকে কে প্রথম জাতির জনক আখ্যা দেয় ?
-আ. স.ম. আব্দুর রব
৫৯. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠের সমাধী সোনা মসজিদে?
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
৬০.মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’’ গানটির রচয়িতা কে ?
-গোবিন্দ হালদার (কলকাতা)
৬১.মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কয়টি ভাগে মুক্তিযুদ্ধাদের খেতাব প্রদান করা হয়?
- ৪ টি ভাগে
৬২. মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে খেতাব প্রদান করা হয়?
-৬৭৭ জন
৬৩. জাতীয় শিশু দিবস কবে কার জন্ম দিবসে পালন করা হয়-
- ১৭ মার্চ শেখ মুজিবের জন্ম দিবসে
৬৪. ২৫ মার্চ ১৯৭১ বিকালে ইয়াহিয়া কর্তৃক স্বাক্ষরিত বাঙালী নিধনের হুকুমনামার সাংকেতিক নাম কি?
উত্তর- অপারেশন সার্চ লাইট
৬৫. কবে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় বৈদ্যনাথতলা ইউনিয়নে ভবেরপাড়া গ্রামে শপথ গ্রহণ করেন?
উত্তর- ১৭ এপ্রিল ১৯৭১
৬৬. মুক্তিযুদ্ধ চলাকালিন শেখ মুজিবকে কোন কারাগারে বন্দি করে রাখা হয়?
-মিয়াওয়ালী কারাগারে
৬৭. তারামন বিবি খেতাব কি ?
- বীর প্রতীক
৬৮. কয়জন মহিলাকে বীর প্রতীক খেতার প্রদান করা হয় ?
- ২ জন
৬৯. বাংলাদেশের সর্ব কনিষ্ঠ বীর প্রতীকের নাম কি ?
-শহীদুল ইসলাম (লালু) টাঙ্গাইল
৭০. একজন বিদেশী কে বীর প্রতীক খেতাব দেওয়া হয় তার নাম কি?
উত্তর- মিঃ ডবি¬উ . এ. এস ওয়াডারল্যান্ড (অস্ট্রেলিয়া)
৭১. কোন বীরশ্রেষ্ঠের কোন কবর নেই?
উত্তর- মোঃ রহুল আমীন বীরশ্রেষ্ঠ
৭২. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নং সেক্টরের অধীন চাপাই নবাবগঞ্জের যুদ্ধে কোন তারিখে শহীদ হন?
উত্তর- ১৪ ডিসেম্বর ১৯৭১ শহীদ হন।
৭৩. সর্বশেষ বীর উত্তম প্রতীক প্রাপ্তের নাম কি?
উত্তর- বিগ্রেডিয়ার জেনারেল শাফায়েত জামিল
৭৪. ১০ জানুয়ারি শেখ মুজিব দেশে প্রত্যাবর্তন করেন। বিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিম এর পাঠানো বিমানের নাম কি?
উত্তর- কমেট বিমান
৭৫. মহানমুক্তি যুদ্ধ চলাকালিন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর- উথান্ড
৭৬. বাংলাদেশ প্রবাসী সরকারের সদস দপ্তর ছিল কোথায়?
উত্তর- কলকাতার ৮ নং থিয়েটার রোডে
৭৭. মুক্তিফৌজ কবে গঠন করা হয়?
উত্তর-৪ এপ্রিল ১৯৭১
৭৮. কবে মুক্তিফৌজ নাম পরিবর্তন কের মুক্তিবাহিনী করা হয়?
উত্তর- ১০ এপ্রিল ১৯৭১ সরকার গঠনের পর
৭৯. মুক্তিযুদ্ধের প্রথম সংগঠক হিসেবে ২৬ মার্চ ১৯৭১ চট্রগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র পতিষ্ঠা করা হয়। এর অন্যতম উদ্যোক্তার নাম কি?
উত্তর-বেলাল মোহাম্মদ।
৮০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে ?
-মৌলভীবাজার কাঠালতলা নামক স্থানে
৮১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন ?
-রিচার্ড নিক্সন
৮২. বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবী কি ছিল ?
-ক্যাপ্টেন
৮৩. ১৯৭১ সালে প্রথম মুক্তিফৌজ গঠন করা হয় কোথায় ?
- সিলেটে
৮৪. মুজিবনগর দিবস পালন করা হয় কবে?
উত্তর-১৭ এপ্রিল
৮৫. দিবস পালন করা হয় ১৬ ডিসেম্বর। জাতীয় দিবস পালন করা হয় কবে?
উত্তর-২৬ মার্চ
৮৬. জেলহত্যা দিবস পালন করা হয় ৩ নভেম্বর।বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
উত্তর-১৪ ডিসেম্বর
৮৭. পলাশী দিবস পালন করা হয় ২৩ জুন। ছয়দফা দিবস পালন করা হয় কবে?
উত্তর-২৩ মার্চ
৮৮. সেপ্টেম্বর ১৯৪৭ বুড়িগঙ্গা নদীতে একটি নৌকার মধ্যে বসে ‘‘যুবলীগ” গঠন করা হয়। ‘‘ছাত্রলীগ” গঠন করা হয় কবে?
উত্তর-৪ জানুয়ারি ১৯৪৮ সালে
৮৯. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৯০. মুক্তিযুদ্ধের কমান্ডে শেখ মুজিবের পদবী কি ছিল?
উত্তর- সুপ্রীম কমান্ডার অব দ্য আর্ম ফোর্সেস
৯১. শেখ মুজিবকে পাকিস্তান কারাগার থেকে মুক্তি দেওয়া হয় কবে?
উত্তর-১৯৭২ সালের ৮ জানুয়ারি
৯২. পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়
-২২ ফেব্র“য়ারি ১৯৭৪
৯৩. মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখ ৮ নং সেক্টরে যুদ্ধরত ছিলেন। তিনি ৫ সেপ্টেম্বর ১৯৭১ শহীদ হন। তিনি কোন যুদ্ধে শহীদ হন?
উত্তর- ঘুটিপুরের যুদ্ধে
৯৪. ল্যান্স নায়েক আব্দুর রউফ বুড়িঘাট যুদ্ধে ৮ এপ্রিল ১৯৭১ শহীদ হন। তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর- ১ নং সেক্টরে
৯৫.সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে কয়জন সিপাহী ছিলেন ও তাদের নাম লিখুন?
উত্তর-২জন, সিপাহী হামিদুর ও সিপাহী মোস্তফা কামাল
৯৬. ২২ আগস্ট ৭১ মতিউর নহমান যে বিমানটি ছিনিয়ে আনার চেষ্টা করেন সেই বিমানটির নাম কি?
উত্তর- ব্লুবার্ড নামক বিমান
৯৭. ক্যাপ্টেন ডাঃ সেতারা বেগম বীর প্রতীক এর ক্রমিক নং কত?
উত্তর-১৫ নং
৯৮. মোছাঃ তারামন বিবি বীর প্রতীক এর ক্রমিক নং কত?
উত্তর-৩৯৪ নং
৯৯. একজন বিদেশীকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয় তার নাম মিঃ ডবি¬উ . এ. এস ওয়াডারল্যান্ড। তিনি কোন দেশের নাগরিক?
উত্তর- অস্ট্রেলিয়া
১০০. বীরশ্রেষ্ঠ হামিদুরের পৈত্রিক বাড়ি কোথায় ?
উত্তর-ভারত বিভাগের সময় তারপৈত্রিক বাড়ি চব্বিশ পরগনা জেলায়।
0 Comments
Thanks for comments