বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান-২

১. মিয়ানমারের সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে? 

ক.৪টি 

খ.৫টি 

গ.৬টি 

ঘ.৩টি 


২. তাতমাদো কোন দেশের সশস্ত্র বাহিনীর নাম? 

ক. কম্বোডিয়া 

খ. তিউনিসিয়া

খ. তানজানিয়া

ঘ. মিয়ানমার 

৩. 'চেকবই কূটনীতি' কোন দেশের সঙ্গে সম্পর্কিত? 

ক. যুক্তরাষ্ট্র

খ. জাপান 

গ. চীন 

ঘ. কানাডা

৪. সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন ধরনের বন্ডের অনুমোদন দিয়েছে। বন্ডটির নাম কী? 

ক. সাজেদা বন্ড 

খ. গ্রিন বন্ড 

গ. সবুজ ঋণপত্র 

ঘ. কে অ্যান্ড কে বন্ড 


৫. বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের নতুন উদ্বোধন করা ওটিটি কলিং সেবার নাম কী? 

ক. পিপীলিকা 

খ. বাংলা বার্তা 

গ. কথোপকথন

ঘ. আলাপ 


৬. বাংলাদেশের মানুষের গড় আয়ু বৈশ্বিক বৃদ্ধির—

ক. অর্ধেক 

খ. সমান 

গ. দ্বিগুণ

ঘ. এক-তৃতীয়াংশ 


৭. ল্যানসেট কী? 

ক. সম্প্রতি মঙ্গলে প্রেরিত নভোযান

খ. বাংলাদেশের কেনা যুদ্ধ বিমান 

গ. চিকিৎসা সাময়িকী 

ঘ. টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান 


 ৮. বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর ও মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক আজিয়াটা শীর্ষ দুই প্রতিযোগী প্রতিষ্ঠান। এই দুই প্রতিযোগী কোন দেশে জোট বেঁধে একীভূত হতে যাচ্ছে? 

ক. মালয়েশিয়া 

খ. নরওয়ে 

গ. কাতার 

ঘ. সংযুক্ত আরব আমিরাত 


৯. দশম ডি-৮ সম্মেলনে সভাপতি হিসেবে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের সম্মেলনের সভাপতি ছিলেন—

ক. ইমরান খান 

খ. রিসেপ তাইয়েপ এরদোয়ান

গ. জোকো উইদোদো 

ঘ. হাসান রুহানি 


১০.১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত ডি-৮-এর দ্বিতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? 

ক. শেখ হাসিনা 

খ. খালেদা জিয়া

গ. শেখ হাসিনার অনুপস্থিতিতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ 

ঘ. পারভেজ মোশাররফ 


১১. মিষ্টি পানের জন্য বিখ্যাত—

ক. মহেশখালী 

খ. কুষ্টিয়া 

গ. বরিশাল

ঘ. নোয়াখালী 


১২. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ কে? 

ক. ক্রিস্টিন ল্যাগার্দ 

খ. গীতা গোপীনাথ 

গ. অভিজিৎ ব্যানার্জি

ঘ. মাইকেল ক্রেমার 


১৩. পাহাড়ের প্রধান উৎসব 'বৈসাবি' কোন মাসে পালিত হয়? 

ক. আষাঢ় 

খ. ভাদ্র 

গ. ফাল্গুন

ঘ. চৈত্র


১৪. 'বিজু' কাদের উৎসব? 

ক. ত্রিপুরা 

খ. মারমা

গ. চাকমা

ঘ. গারো 


১৫. মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য 'কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর'। এটি কোন কবির রচনা থেকে নেওয়া হয়েছে? 

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. নির্মলেন্দু গুণ 

গ. কাজী নজরুল ইসলাম 

ঘ. সুকান্ত ভট্টাচার্য 


১৬. প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন কে? 

ক. নোরা ফাতেমা 

খ. নোরা জামান 

গ. নোরা খাসোগি 

ঘ. নোরা মাতরোশি 


১৭. ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী নেতৃত্ব দিতে যাচ্ছেন কোন সংবাদ সংস্থাকে? 

ক. এএফপি

খ. সিএনএন

গ. রয়টার্স 

. আল-জাজিরা


১৮. আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হচ্ছেন—

ক. আলেসান্দ্রা গ্যালোনি

খ. ক্রিস্টোফার ক্রিস 

গ. রিবন কাইস 

ঘ. স্টিভেন অ্যাডলার 


১৯. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত কে? 

ক. বাইডেন নিজে 

খ. বারাক ওবামা 

গ. লিওনার্দো ডি ক্যাপ্রিও 

ঘ. জন কেরি 


২০. বাংলা কোন সনের যাত্রা শুরু হলো? 

ক.১৪২৭ 

খ. ১৪২৮ 

গ.১৪২৯ 

ঘ. ১৪৩০ 


২১. সম্প্রতি বাজারে একচেটিয়াতন্ত্র কায়েমের অভিযোগে ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়েছে কোন প্রতিষ্ঠানকে? 

ক. আলিবাবা 

খ. আমাজন 

গ. ফেসবুক 

ঘ. মাইক্রোসফট 


২২. বিজিএমইএর নতুন সভাপতি কে? 

ক. ফারুক হাসান 

খ. রুবানা হক 

গ. ফারুক হোসেন

ঘ. কামাল হাসান 


২৩. দেশের ইতিহাসে বেসরকারি ব্যাংকের প্রথম নারী এমডি কে? 

ক. হুমায়রা আশরাফি 

খ. গীতা গোপিনাথ 

গ. সেলিনা হায়াত 

ঘ. হুমায়রা আজম 


২৪. সনজীদা খাতুন কোন প্রতিষ্ঠানের সভাপতি? 

ক. নজরুল একাডেমি 

খ. ছায়ানট 

গ. মুক্তিযুদ্ধ জাদুঘর 

ঘ. বাংলা একাডেমি অনুবাদ কমিটি 


২৫. জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম কী? 

ক. ইউএনইপি

খ. ইউএনডিপি

গ. আইপিসিসি

ঘ. ইউএনইপিসি


সঠিক উত্তর

১. মিয়ানমারের সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে? 

উত্তর: ৫টি (বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড ও লাওস) 


২. তাতমাদো কোন দেশের সশস্ত্র বাহিনীর নাম? 

উত্তর: মিয়ানমার


৩. 'চেকবই কূটনীতি' কোন দেশের সঙ্গে সম্পর্কিত? 

উত্তর: চীন (বহু দেশের সরকারকে অবকাঠামো তৈরির নামে ঋণ দিয়ে নিজের নিয়ন্ত্রণের বলয়ে নিয়ে আসছে চীন। এটি এখন 'চেকবই কূটনীতি' নামে পরিচিত হয়েছে) 


৪. সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন ধরনের বন্ডের অনুমোদন দিয়েছে। বন্ডটির নাম কী? 

উত্তর: গ্রিন বন্ড (এটি এনেছে সাজেদা ফাউন্ডেশন। দেশের প্রথম গ্রিন বন্ড এটি) 


৫. বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের নতুন উদ্বোধন করা ওটিটি কলিং সেবার নাম কী? 

উত্তর: আলাপ 


৬. বাংলাদেশের মানুষের গড় আয়ু বৈশ্বিক বৃদ্ধির—

উত্তর: দ্বিগুণ (গত ৫০ বছরে বাংলাদেশিদের আয়ু বেড়েছে ২৪ বছরের বেশি। একই সময়ে পৃথিবীব্যাপী মানুষের গড় আয়ু বেড়েছে ১২ বছর) 


৭. ল্যানসেট কী? 

উত্তর: চিকিৎসা সাময়িকী (যুক্তরাজ্যভিত্তিক) 


৮. বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর ও মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক আজিয়াটা শীর্ষ দুই প্রতিযোগী প্রতিষ্ঠান। এই দুই প্রতিযোগী কোন দেশে জোট বেঁধে একীভূত হতে যাচ্ছে? 

উত্তর: মালয়েশিয়া


৯. দশম ডি-৮ সম্মেলনে সভাপতি হিসেবে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের সম্মেলনের সভাপতি ছিলেন—

উত্তর: রিসেপ তাইয়েপ এরদোয়ান


১০. ১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত ডি-৮-এর দ্বিতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? 

উত্তর: শেখ হাসিনা


১১. মিষ্টি পানের জন্য বিখ্যাত—

উত্তর: মহেশখালী


১২. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ কে? 

উত্তর: গীতা গোপীনাথ


১৩. পাহাড়ের প্রধান উৎসব 'বৈসাবি' কোন মাসে পালিত হয়? 

উত্তর: চৈত্র


১৪. 'বিজু' কাদের উৎসব? 

উত্তর: চাকমা 


 ১৫. মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য 'কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর'। এটি কোন কবির রচনা থেকে নেওয়া হয়েছে? 

উত্তর: কাজী নজরুল ইসলাম


১৬. প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন কে? 

উত্তর: নোরা মাতরোশি (সংযুক্ত আরব আমিরাতের নাগরিক) 


১৭. ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী নেতৃত্ব দিতে যাচ্ছেন কোন সংবাদ সংস্থাকে

উত্তর: রয়টার্স


১৮. আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হচ্ছেন—

উত্তর: আলেসান্দ্রা গ্যালোনি


১৯. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত কে? 

উত্তর: জন কেরি 


২০. বাংলা কোন সনের যাত্রা শুরু হলো? 

উত্তর: ১৪২৮ 


২১. সম্প্রতি বাজারে একচেটিয়াতন্ত্র কায়েমের অভিযোগে ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়েছে কোন প্রতিষ্ঠানের? 

উত্তর: আলিবাবা


২২. বিজিএমইএর নতুন সভাপতি কে? 

উত্তর: ফারুক হাসান


২৩. দেশের ইতিহাসে বেসরকারি ব্যাংকের প্রথম নারী এমডি কে? 

উত্তর: হুমায়রা আজম


২৪. সনজীদা খাতুন কোন প্রতিষ্ঠানের সভাপতি? 

উত্তর: ছায়ানট


২৫. জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম কী? 

উত্তর: ইউএনইপি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান


Post a Comment

0 Comments