Doyal tor laiga re taheri lyrics (দয়াল তর লাইগা রে Dj Lyrics) | ও মুর্শিদ ও ডিজে গান লিরিক্স

 

Doyal tor laiga re taheri lyrics (দয়াল তর লাইগা রে Dj Lyrics) | ও মুর্শিদ ও ডিজে গান লিরিক্স 

Doyal Tor Laiga re DJ song most popular and viral song in Bangladesh. Enjoy this song and lyrics.

 

Doyal tor laiga re taheri lyrics (দয়াল তর লাইগা রে Dj Lyrics) | ও মুর্শিদ ও ডিজে গান লিরিক্স 

 

Song: Tor Laiga re 
Artist: Taheri Hujur
Video Artist: Emon, Niloy, Mustofa
Remix Artist: Dj Hasan


দয়াল তর লাইগা রে, 
ফয়েজি, তর লাইগা রে....
আমার অঙ্গ ঝরঝর...
মনে লয় উড়িয়া যাইতাম,
ছাইরা বাড়ি ঘর...
ফয়েজি তর লাইগা রে..দয়ালবাবা
 
ও মুরশিদ ও ও ও ও...ওরে বাটপার
খেয়া ঘাটের কাছে গেলাম,
পাড় হয়িবার আশে...

এ হে,খেয়া ঘাটের কাছে গেলাম,
পাড় হয়িবার আশে...

আমারে দেখিয়ারে খেয়া...
দুরে দুরে বাসে গো দয়াল...

আমারে দেখিয়ারে খেয়া...
দুরে দুরে বাসে গো ফয়েজি...


তর লাইগা রে আমার অঙ্গ 
ঝর ঝর, মনে লয় ছাড়িয়ে
যাইতাম ছাইরা বাড়ি ঘর, 
ও বাজান তর লাইগা রে...দয়ালবাবা


ও  মুরশিদ ও ও ও,
গহিনো জঙ্গলার মাঝে...
বাধিলাম এই ঘর.... 

গহিনো জঙ্গলার মাঝে...
বাধিলাম এই ঘর....

ভাই ও  নাই রে বান্ধব নাইরে কে লইবে খবর,
ফয়েজি ,ভাই ও  নাই রে বান্ধব নাইরে কে লইবে খবর,
ফয়েজি শাহ তর লাইগা রে
 
ফয়েজি শাহতর লাইগা রে আমার অঙ্গ 
ঝর ঝর, মনে লয় ছাড়িয়ে
যাইতাম ছাইরা বাড়ি ঘর, 
ও বাজান তর লাইগা রে...

ও  মুরশিদ ও ও ও,ওরে চিটার
বট বৃক্ষের নিচে গেলাম,
ছায়া পাইবার আশে...
এ  বট বৃক্ষের নিচে গেলাম,
ছায়া পাইবার আশে...
ডাল ভাঙিয়া রুদ্র লাগে...
আপন কর্ম দূশে ও ফয়েজি শাহ  ...
ডাল ভাঙিয়া রুদ্র লাগে...
আপন কর্ম দূশে ও ফয়েজি শাহ  ...

তর লাইগা রে আমার অঙ্গ 
ঝর ঝর, মনে লয় ছাড়িয়ে
যাইতাম ছাইরা বাড়ি ঘর, 
ও বাজান তর লাইগা রে...


 

Post a Comment

0 Comments