Ek Dekhay Lyrics Imran and Porshi (এক দেখায়)

 

(এক দেখায়) Ek Dekhay Lyrics  Imran and Porshi

Ek Dekhay Lyrics by Imran And Porshi :

 

Ek Dekhay Song Is Sung by Imran Mahmudul And Porshi. Ei Mon Gole Porche Dhole Lyrics In Bengali Written by Snahashish Ghosh. Music Programming, Sound Mix And Master by Imran. Read your favorite song lyrics.

 

Ek Dekhay Lyrics Imran and Porshi (এক দেখায়) 

 

Song: Ek Dekay
Singer: Imran & Porshi
Lyrics: Snahashish Ghosh
Tune: Imran Mahmudul
Director: Saikat Reza
Edit: SM Tushar
DOP: Bikash Saha
Label: Central Music and Video [CMV]

Ek Dekhay Song Lyrics In Bengali :
 
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়। 

সুখ বলে কিছু থাকে যদি এই পৃথিবীতে
তার সবই যেন আছে তোর ওই চোখের মণিতে। 

এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।।

তোর হাসি থেকে যেন মুক্ত ঝরে পড়ে
তোর মায়াভরা মুখটা, খুব যে মনে ধরে,
মনে কেন জানি তোকে চিনেছে ভীষণ
তুই ছাড়া লাগেনা আর কাউকে আপন। 

এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।।

রাতজাগা স্বপনে আজ ঘুমটা গেছে চলে
মন সারাক্ষণই শুধু তোর কথা যে বলে,
হাতে হাত রেখে তোকে বলছি যে শোন
আগলে রব যে তোকে সারাজীবন। 

এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়,
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়।।

এক দেখায় লিরিক্স - ইমরান মাহমুদুল ও পড়শী :
Ei mon gole porche dhole
Tor moneri kole ek dekhay
Tor biswase proti nishwashe
Ney joriye amay nirdidhay
Sukh bole kichu thake jodi
ei prithibi te
Taar sobi jeno ache tor oi 
chokher monite

 

Post a Comment

0 Comments