Ticker

6/recent/ticker-posts

১৩৫টি শূন্য পদে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (MES) নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (MES)-এ বিভিন্ন ক্যাটাগরির ১৩৫টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪তম থেকে ২০তম গ্রেডে এসব নিয়োগ সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 

১৩৫টি শূন্য পদে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (MES) নিয়োগ বিজ্ঞপ্তি


পদের তালিকা ও যোগ্যতা

১. উচ্চমান সহকারী (UDA)

  • পদসংখ্যা: ৮টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

২. ড্রাফটসম্যান ক্লাস-সি

  • পদসংখ্যা: ৮টি
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
  • অতিরিক্ত শর্ত: ড্রাফটসম্যানশিপে কমপক্ষে ছয় মাসের কোর্স সম্পন্ন হতে হবে।
  • বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৪০টি
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
  • অতিরিক্ত শর্ত: কম্পিউটার পরিচালনায় কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে সর্বনিম্ন গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ।
  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. স্টোরম্যান

  • পদসংখ্যা: ২১টি
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
  • অতিরিক্ত শর্ত: কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. এমটি ড্রাইভার

  • পদসংখ্যা: ১৯টি
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান।
  • অতিরিক্ত শর্ত: বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. ফটোকপি অপারেটর

  • পদসংখ্যা: ৩টি
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
  • অতিরিক্ত শর্ত: ফটোকপি মেশিন পরিচালনার অভিজ্ঞতা ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৭. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ১৭টি
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান।
  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

৮. নিরাপত্তা প্রহরী

  • পদসংখ্যা: ১৬টি
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান।
  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

৯. পরিচ্ছন্নতা কর্মী

  • পদসংখ্যা: ২টি
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান।
  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে:
👉 http://mes.teletalk.com.bd

আবেদন ফি

✅ ১ থেকে ৫ নম্বর পদ: সার্ভিস চার্জসহ ১১২ টাকা
✅ ৬ থেকে ৯ নম্বর পদ: সার্ভিস চার্জসহ ৫৬ টাকা
টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা

  • শুরু: ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • শেষ: ১৭ মার্চ ২০২৫

কেনো MES-এ চাকরি করবেন?

  • সরকারি সুযোগ-সুবিধা: সরকারি চাকরির সব সুবিধা পাবেন।
  • নিয়মিত বেতন ও ইনক্রিমেন্ট: সরকারি বেতন কাঠামো অনুযায়ী সঠিক সময়ে বেতন।
  • চাকরির নিশ্চয়তা: সুরক্ষিত কর্মজীবন।
  • চমৎকার কর্মপরিবেশ: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে সম্মানজনক কাজের সুযোগ।

সারসংক্ষেপ

পদের নামসংখ্যা  গ্রেড শিক্ষাগত যোগ্যতা
  উচ্চমান সহকারী৮  
  ১৪        স্নাতক
ড্রাফটসম্যান  ১৫      এইচএসসি
অফিস সহকারী৪০  ১৬      এইচএসসি
স্টোরম্যান২১
  ১৬      এইচএসসি
এমটি ড্রাইভার১৯  ১৬       এসএসসি
ফটোকপি অপারেটর  ১৮     এইচএসসি
অফিস সহায়ক১৭  ২০     এসএসসি
নিরাপত্তা প্রহরী১৬  ২০     এসএসসি
পরিচ্ছন্নতা কর্মী ২০     অষ্টম শ্রেণি

 

এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও জানতে ও আবেদন করতে এখনই ভিজিট করুন: 

   PDF Download
👉 http://mes.teletalk.com.bd

ট্যাগ: #MES_JobCircular2025 #BangladeshGovtJobs #DefenceMinistryJob #JobCircular2025 #GovtJob2025

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments